AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





Current Affairs #1

সম্প্রতি কোন দেশ ' ইন্টারন্যাশানাল সোলার অ্যালায়েন্স ' ফ্রেম ওয়ার্ক প্যাক্টের সদস্যভুক্ত দেশ হিসাবে নিযুক্ত হল ? 
উঃ নাউরু 
২। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একসাথে কোন স্যাটেলাইট তৈরি করতে চলেছে ? 
উঃ NISAR ( NASA-ISRO Synthetic Aperture Radar ) 
৩। ২২শে মে ৭০ তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়ে গেল ? 
উঃ জেনেভা । 
৪। কোন ভারতীয় ক্রিকেটার সিয়েট ক্রিকেট রেটিং ইন্টারন্যাশানাল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ? 
উঃ রবিচন্দ্রন অশ্বিন । 
৫। জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন কোন অভিনেতা যিনি ২৩শে মে প্রয়াত হলেন ? 
উঃ রজার মুর। 
৬। সম্প্রতি কেন্দ্রীয় সরকার কাকে ন্যাশানাল কমিশন ফর মাইনোরিটিজ -এর চেয়রাম্যান হিসেবে নিযুক্ত করেছে ? 
উঃ গয়ারুল হাসান 
৭। ইকুয়েডরের ৪৪ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন ? 
উঃ লেনিন মোরেনো । 
৮। কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ' ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের ' অধীনস্থ আথলিটস কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হলেন ? 
উঃ পি ভি সিন্ধু 
৯। দুবাই পুলিশ তাদের পুলিশ বাহিনীতে যে অপারেশনাল রোবট পুলিশ নিয়োগ করেছে তার নাম কি ? 
উঃ রোবোকপ । 
১০। পশ্চিমবঙ্গ ক্যাডারের কোন আইএএস অফিসার অফিসার কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব হিসেবে নিযুক্ত হলেন ? 
উঃ সঞ্জয় মিত্র 
১১। মহারাস্ট্রের কোন যোগা ইন্সটিটিউট ২০১৭ সালের ' প্রধানমন্ত্রী যোগা অ্যাওয়ার্ড " এ ভূষিত হল ?
উঃ রামামণি আয়েঙ্গার মেমোরিয়াল যোগা ইন্সটিটিউট । 
১২। সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের বোলার কোচ হিসাবে ইস্তফা দিলেন কে ?
উঃ অনিল কুম্বলে । 
১৩। ২১ শে জুন সারা বিশ্ব জুড়ে কোন দিবস পালিত হল ? 
উঃ আন্তর্জাতিক যোগা দিবস । 
১৪। গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ সংক্রান্ত ব্যাপারে ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে  সম্প্রতি ভারত কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করেছে ? 
উঃ পর্তুগাল 
১৫। কেন্দ্রীয় সরকার মধ্যপ্রদেশের ৬৪ টি গ্রাম উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে কত ডলার ঋণ নেওয়ার চুক্তি স্বাক্ষর করেছেন ? 
উঃ ২৭৫ মিলিয়ন ডলার । 
১৬। ভারতের কোন রাজ্য গরিব মুসলিম সম্প্রদায়ের জন্য রাজ্য সরকারি চাকরিতে ১২% আসন সংরক্ষনের কথা ঘোষণা করেছেন ? 
উঃ তেলেঙ্গানা । 
১৭। ২০ শে জুন সারা বিশ্ব জুড়ে কোন দিবস পালিত হয় ? 
উঃ বিশ্ব উদ্বাস্তু দিবস । 
১৮। ভারতের কোন বিচারপতি আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতি হিসাবে পুনরায় নিযুক্ত হলেন ? 
উঃ দলবীর ভান্ডারী । 
১৯। কেন্দ্রীয় সরকার সাধারন মানুষকে বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে বাঁচার উৎসাহ যোগাতে ১৯শে জুন কোন অ্যাপ চালু করেছেন ? 
উঃ সেলিব্রেটিং যোগা । ডাউনলোড লিঙ্ক
২০ । ইসরো দ্বারা প্রেরিত মঙ্গলযান কবে ১০০০ দিন পূর্ণ করলো ? 
উঃ ১৯শে জুন ২০১৭ 
২১। কেন্দ্রীয় মন্ত্রীসভা কোন দেশের সঙ্গে ' অর্গান ট্রান্সপ্ল্যান্ট সার্ভিস ' ক্ষেত্রে মৌ স্বাক্ষরের জন্য অনুমোদন প্রদান করলেন ? 
উঃ স্পেন read%20more......

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area