AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





GK #1

প্রশ্ন ১ : IIT খড়গপুরের উদ্বোধন কত সালে হয় ?
উত্তর : ১৯৫১ সালে
প্রশ্ন ২ : প্রাণ ধারা কোন রাজ্যের প্রকল্প ?
উত্তর : পশ্চিমবঙ্গ
প্রশ্ন ৩ : প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল দু’বার পার করেছেন ?
উত্তর : বুলা চৌধুরী
প্রশ্ন ৪ : ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : প্রশান্তচন্দ্র মহালনবিশ
প্রশ্ন ৫ : পথের পাঁচালি কত সালে মুক্তি পায় ?
উত্তর : ১৯৫৫
প্রশ্ন ৬ : পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে ভারতরত্ন পান ?
উত্তর : বিধানচন্দ্র রায়
প্রশ্ন ৭ : কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ?
উত্তর : ১৯৪৩ সালে
প্রশ্ন ৮ : দার্জিলিং হিমালয়ান রেলকে UNESCO কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় ?
উত্তর : ১৯৯৯ সালে
প্রশ্ন ৯ : পাটকই পর্বতমালা দেশের কোন অঞ্চলে অবস্থিত ?
উত্তর : পূর্বাঞ্চলে
প্রশ্ন ১০ : বাংলার প্রথম গভর্নর জেনেরাল কে ?
উত্তর : ওয়ারেন হেস্টিংস
প্রশ্ন ১১ : আইন প্রণয়নের মাধ্যমে কার আমলে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ?
উত্তর : লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
প্রশ্ন ১২ : ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কোনটি ?
উত্তর : বেঙ্গল গেজেট
প্রশ্ন ১৩ : বহুবিবাহ- বইটি কে লিখেছেন ?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন ১৪ : জাতীয় ক্রীড়া দিবস কবে ?
উত্তর : ২৯ অগাস্ট
প্রশ্ন ১৫ : NATO-র সদর দপ্তর কোথায় ?
উত্তর : ব্রাসেলস
প্রশ্ন ১৬ : গুরুশিখর শৃঙ্গ কোন রাজ্যে ?
উত্তর : রাজস্থান
প্রশ্ন ১৭ : রাশিয়ার জাতীয় খেলা কী ?
উত্তর : চেস
প্রশ্ন ১৮ : উস্তাদ রহিম ফাহিমুদ্দিন ডাগরের নাম কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ?
উত্তর : ধ্রুপদ সংগীত
প্রশ্ন ১৯ : ন্যাশনাল হাউসিং ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল কত ?
উত্তর : ১৯৮৮
প্রশ্ন ২০ : স্টিলওয়েল রোড-চিনের সঙ্গে প্রধান কোন দেশকে সংযুক্ত করেছে ?
উত্তর : ভারত
প্রশ্ন ২১ : কনিষ্ক কার ছদ্মনাম ?
উত্তর : রাম বসু
প্রশ্ন ২২ : AIDS পুরো কথা কী ?
উত্তর : Acquired Immune Deficiency Syndrome
প্রশ্ন ২৩ : হেল গেট রেল সেতু কোথায় ?
উত্তর : নিউ ইয়র্ক
প্রশ্ন ২৪ : স্নো হিল কোন দেশের রেল স্টেশন ?
উত্তর : বার্মিংহ্যাম, ইংল্যান্ড
প্রশ্ন ২৫ : বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় ?
উত্তর : তিরুবনন্তপুরম, কেরালা
প্রশ্ন ২৬ : লারা দত্তা কত সালে মিস ইউনিভার্স হন ?
উত্তর : ২০০০ সালে
প্রশ্ন ২৭ : কত সালে দাদাসাহেব ফালকে পান মান্না দে ?
উত্তর : ২০০৭ সালে
প্রশ্ন ২৮ : বোগোসলোফ আইল্যান্ড কোথায় ?
উত্তর : আলাস্কায়
প্রশ্ন ২৯ : আশাপূর্ণা দেবী কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পান ?
উত্তর : ১৯৭৬
প্রশ্ন ৩০ : সমাজসেবার জন্য এবার পদ্মশ্রী পেয়েছেন বাংলার করিমুল হক। তিনি কোন জেলার বাসিন্দা ?
উত্তর : জলপাইগুড়ি
প্রশ্ন ৩১ : প্রোটিন শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
উত্তর : গ্রিক শব্দ প্রোটিয়স থেকে
প্রশ্ন ৩২ : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কোথায় ?
উত্তর : হুগলীর দেবানন্দপুর গ্রামে
প্রশ্ন ৩৩ : WAN পুরো কথা কী ?
উত্তর : ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
প্রশ্ন ৩৪ : জালিকাট্টুর নাম কোন রাজ্যের সঙ্গে জড়িত ?
উত্তর : তামিলনাড়ু
প্রশ্ন ৩৫ : পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তর : রাজস্থান
প্রশ্ন ৩৬ : মুসি কোন রাজ্যের নদী ?
উত্তর : তেলাঙ্গানা
প্রশ্ন ৩৭ : বাচেন্দ্রি পাল কে ?
উত্তর : এভারেস্টজয়ী পর্বতারোহী
প্রশ্ন ৩৮ : পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ শস্য কী ?
উত্তর : ধান
প্রশ্ন ৩৯ : বিখ্যাত মাদাম তুসো মিউজ়িয়াম কোথায় ?
উত্তর : লন্ডন
প্রশ্ন ৪০ : জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলা ফিচার ফিল্ম- ছেলে কার, পরিচালক কে ?
উত্তর : চিত্ত বসুread%20more......

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area