AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





HISTORY #1

প্রশ্ন:- তাঁতিয়াটোপি কে ছিলেন ?
উত্তর:- তাঁতিয়াটোপি ছিলেন একজন মারাঠা
ব্রাহ্মণ । তিনি সিপাহী বিদ্রোহের সময়
নানা সাহেব ও লক্ষ্ণীবাইকে সৈন্যসহ সাহায্য
করেন ।
প্রশ্ন:- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের একজন
ভারতীয় নেতার নাম উল্লেখ করো ।
উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের একজন
ভারতীয় নেতার নাম তাঁতিয়াটোপি ।
প্রশ্ন:- ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময়
দিল্লীর মোগল বাদশাহ কে ছিলেন ?
উত্তর:- ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময়
দিল্লীর মোগল বাদশাহ ছিলেন দ্বিতীয়
বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর ।
প্রশ্ন:- সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয় ?
উত্তর:- সিপাহী বিদ্রোহের সূচনা হয়
ব্যারাকপুরে ।
প্রশ্ন:- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের গণ-
আন্দোলনের একটি প্রধান কেন্দ্রের নাম কী ?
উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের গণ-
আন্দোলনের একটি প্রধান কেন্দ্রের নাম হল
লক্ষ্মৌ ।
প্রশ্ন:- সিপাহী বিদ্রোহ দমনে প্রধান প্রধান
ইংরেজ সেনাপতি কারা ছিলেন ?
উত্তর:- সিপাহী বিদ্রোহ দমনে প্রধান প্রধান
ইংরেজ সেনাপতিদের মধ্যে ছিলেন জন
লরেন্স, আউটরাম ও হ্যাভলক ।
প্রশ্ন:- ব্যারাকপুর সামরিক ছাউনিতে কবে এবং
কে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেন ?
উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ শে মার্চ
ব্যারাকপুর সামরিক ছাউনিতে সর্বপ্রথম
বিদ্রোহ ঘোষণা করেন মঙ্গল পান্ডে ।
প্রশ্ন:- ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম শহিদ
কে ?
উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম
শহিদ হলেন মঙ্গল পান্ডে ।
প্রশ্ন:- সিপাহী বিদ্রোহের সময় কোন মোগল
বংশধরকে বিদ্রোহীরা ভারতের বাদশাহরূপে
ঘোষণা করে ?
উত্তর:- সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীরা
মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের
বাদশাহরূপে ঘোষণা করে ।
প্রশ্ন:- সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম
‘স্বাধীনতা যুদ্ধ’ বলে কে বর্ণনা করেছেন ?
উত্তর:- বিনায়ক দামোদর সাভারকর সিপাহী
বিদ্রোহকে ভারতের প্রথম ‘স্বাধীনতা যুদ্ধ’
বলে বর্ণনা করেছেন ।
প্রশ্ন:- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময়
ভারতের গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময়
ভারতের গভর্নর-জেনারেল ছিলেন লর্ড
ক্যানিং ।
প্রশ্ন:- ইংরেজ-শাসিত ভারতবর্ষের প্রথম
ভাইসরয় বা রাজপ্রতিনিধি কে ছিলেন ?
উত্তর:- ইংরেজ-শাসিত ভারতবর্ষের প্রথম
ভাইসরয় বা রাজপ্রতিনিধি ছিলেন লর্ড
ক্যানিং ।read%20more......
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area